চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে দেশে এসেছে ২ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩৭ শতাংশ বেশি। গত বছরের নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ দশমিক ২০ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। বছরের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় সর্বোচ্চটি রেকর্ড হয়েছে জুন মাসে, যার পরিমাণ ছিল ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশে কর্মসংস্থান বৃদ্ধি, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকার ও ব্যাংকগুলোর প্রণোদনা এবং বিনিময় হার স্থিতিশীল থাকার ফলে প্রবাসী আয় প্রবাহে এ ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।
রেমিট্যান্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে স্বস্তির বার্তা যোগ হয়েছে বলেও মনে করা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.