প্রাইম ব্যাংকের সঙ্গে পে-রোল ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চুক্তি করেছে কোয়ালিটি ফিডস

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে পে-রোল ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রাণী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড। সম্প্রতি ঢাকায় কোয়ালিটি ফিডস-এর কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি।

সোমবার (১ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির আওতায় কোয়ালিটি ফিডস লিমিটেড প্রাইম ব্যাংকের কাছ থেকে পে-রোল ব্যাংকিং সেবার পাশাপাশি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগের সুযোগ পাবে। একই সাথে প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সুবিধা উপভোগ করতে পারবে কোয়ালিটি ফিডস লিমিটেড।

এছাড়াও তারা দেশের অভ্যান্তরে সব লেনদেন সম্পন্ন করতে প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবে এবং দেশব্যাপী বিস্তৃত প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে সেলস কালেনশন করতে পারবে। এই চুক্তির আওতায় লেনদেনে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে এমআইএস রিপোর্টিং এবং সমন্বয় ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মীরা প্রাইম ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং কোয়ালিটি ফিডস লিমিটেড-এর ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট) মো. বাসির রহমান ও মো. সাফির রহমান, ডিরেক্টর (করপোরেট অ্যান্ড এইচআর) চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান; এসভিপি অ্যান্ড টিম হেড মো. মনজুর আহমেদ সরকার; এসভিপি মো. রাশিদুল হুসাইন; ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস।

কোয়ালিটি ফিডস লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন- ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস বিভাগের অ্যাসিস্টেন্ট ডিরেক্টর মো. আমিনুল ইসলাম; সিনিয়ার জিএম মো. বায়েজিদ হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল-মামুন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.