টেকসই ভবিষ্যতের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের অফিসিয়াল গাড়ি বহরে যুক্ত করেছে অত্যাধুনিক প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (PHEV) বিওয়াইডি সিলায়ন ৬। চলতি বছরের শুরুতে কর্পোরেট হেড-অফিসে ইভি চার্জিং স্টেশন স্থাপনের পর এটি প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উদ্যোগকে আরও শক্তিশালী করেছে।
সোমবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে এই সহযোগিতা পরিচ্ছন্ন ও জ্বালানি-সাশ্রয়ী পরিবহন ব্যবস্থাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি জীবাশ্ম জ্বালানির দায়িত্বশীল ব্যবহার এবং বাংলাদেশকে ধীরে ধীরে টেকসই মোবিলিটির দিকে অগ্রসর করতে সহায়তা করবে। দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ইতোমধ্যেই সবুজ উদ্ভাবনকে কার্যক্রমে অন্তর্ভুক্ত করে উদাহরণ তৈরি করছে।
এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমাদের কাছে টেকসই উন্নয়ন কেবল প্রতিশ্রুতি নয়, আমরা বিষয়টি মনে প্রানে ধারণ করি। গাড়ি বহরে বিওয়াইডি সিলায়ন ৬ পিএইচইভি যুক্ত করা জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর একটি কার্যকর পদক্ষেপ। আমরা আশা করি, এই অংশীদারিত্ব অন্য প্রতিষ্ঠানগুলোকেও কর্মী ও পরিবেশের স্বার্থে টেকসই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে।”
বিওয়াইডি বাংলাদেশের হেড অফ সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, “আইপিডিসির সঙ্গে এই অংশীদ্বারিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পরিবহনের প্রসারই বিওয়াইডির লক্ষ্য। আর আইপিডিসির মতো প্রতিষ্ঠান যখন পিএইচইভি প্রযুক্তি গ্রহণ করে, তখন বিশ্বাস করি বাংলাদেশেও এই পরিবর্তনের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি গড়ে উঠছে।”
আইপিডিসি বিশ্বের অন্যতম শীর্ষ পিএইচইভি মডেল তাদের গাড়ি বহরে যুক্ত করার মাধ্যমে প্রমাণ করেছে, দেশের পরিবর্তনশীল যানবাহন ইকোসিস্টেমে জ্বালানি-সাশ্রয়ী সমাধান গ্রহণে তারা সম্পূর্ণ প্রস্তুত। এর আগে মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও গুলশানে ইভি চার্জিং স্টেশন চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ইভি অবকাঠামো এগিয়ে নিতে কাজ করছে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ভবিষ্যতেও উদ্ভাবন, দায়িত্বশীল আর্থিক অনুশীলন এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে পরিবেশগত ইতিবাচক প্রভাব সৃষ্টিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবে বলে আশা করা যাচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.