সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০১ ডিসেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্য লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির ২২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, ইনটেক, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড, একমি পেস্টিসাইড লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, মন্নু ফেব্রিক্স লিমিটেড এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.