প্রবাসী ভোটার নিবন্ধন ১ লাখ ছাড়াল

প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হওয়ার ১৩ দিনের মধ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ জন, নারী ভোটার ১৬ হাজার ৬৫ জন।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটগ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা থাকছে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশগুলো।

এর আগে ইসি থেকে জানানো হয়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এদিকে ইসি সচিব গতকাল রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের অ্যাপ এ পর্যন্ত ডাউনলোড করেছেন ২ লাখের অধিক এবং নিবন্ধন হয়েছে প্রায় ১ লাখ। যারা অ্যাপটা ডাউনলোড করেছেন, তারা যদি নিবন্ধন করেন…সো দ্যাট আমাদের এই প্রবাসী ভোটারদের সংখ্যাটা আরও ভালো হয়।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.