যুক্তরাষ্ট্র সরকার চীন থেকে আমদানীকৃত শিল্প ও চিকিৎসা–সংক্রান্ত মোট ১৬৪টি পণ্যে শুল্কছাড়ের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক দ্বিপক্ষীয় বাণিজ্য আলাপ–আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটেই এই ঘোষণা আসে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়াশিংটন জানিয়েছে, তালিকাভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন–সংক্রান্ত ১৪টি পণ্য, পাশাপাশি ইলেকট্রিক মোটর, রক্তচাপ মাপার যন্ত্র, পাম্পের যন্ত্রাংশ, গাড়ির এয়ার কমপ্রেসার এবং প্রিন্টেড সার্কিট বোর্ডসহ আরও বহু শিল্প ও চিকিৎসাপণ্য।
এ শুল্কছাড় ব্যবস্থার সূচনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে, যখন বেইজিংয়ের মেধাস্বত্ব–সংক্রান্ত নীতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ব্যাপক শুল্ক আরোপ করে। পরে কিছু পণ্যকে ওই শুল্কের বাইরে রাখা হয়, যার সর্বশেষ মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামীকাল।
নতুন ঘোষণার ফলে সংশ্লিষ্ট শিল্পগুলো আরও এক বছর স্বস্তি পাবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষত নবায়নযোগ্য জ্বালানি–সম্পর্কিত ব্যবসাগুলো এতে তাৎপর্যপূর্ণ সুবিধা পাবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.