ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৭

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৪ জন নারী।

এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১ জন, ঢাকা উত্তর সিটিতে ১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৭৭ জনে। এর মধ্যে ১৯৬ জন পুরুষ এবং ১৮১ জন নারী।

এ বছর দেশে ডেঙ্গুতে মোট ৯২,৭৮৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৭,৮৩৯ জন পুরুষ ও ৩৪,৯৪৫ জন নারী।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.