দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৮ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫২৭ কোটি ৮৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭০ টি কোম্পানির, বিপরীতে ১৩৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.