ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ৬১৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন খুলনা বিভাগের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭০ জন। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.