খসড়া আইপিও রুলস নিয়ে ইস্যুয়ার কোম্পানিগুলোর সঙ্গে বিএসইসির বৈঠক

‘খসড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ২০২৫’(পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) বা ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইস্যুয়ার কোম্পানিসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে সকাল ১১ টা থেকে বৈঠকটি শুরু হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে খসড়া আইপিও রুলস–২০২৫ সম্পর্কিত বিভিন্ন বিধিবিধান, প্রস্তাবিত পরিবর্তন ও সম্ভাব্য প্রভাব নিয়ে ইস্যুয়ার কোম্পানিগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইস্যুয়ার কোম্পানির প্রতিনিধিরা খসড়া আইনে উল্লেখিত বিভিন্ন ধারা ও প্রস্তাবনার ওপর নিজেদের মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। বিএসইসি কর্তৃপক্ষ অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে নিয়মগুলোকে আরও সময়োপযোগী ও বাজারবান্ধব করার আশ্বাস প্রদান করে।

বৈঠকে পুঁজিবাজার সংশ্লিষ্ট নীতি-নির্ধারক ও শীর্ষ করপোরেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য— বিএসইসির কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক তানভির মোস্তফা, ইলেকট্রোমার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ, আকিজ বশির গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, পিএইচপি ফ্যামিলির সিনিয়র নির্বাহী পরিচালক মোস্তফা জামাল হোসেন, ইনসেপ্টা ফার্মার নির্বাহী পরিচালক নাইমুল হুদা, সিটি গ্রুপের আর্থিক ও বিনিয়োগ বিষয়ক পরিচালক রেজা উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের সিএফও কাজী নাসির উদ্দিন, ডিবিএল গ্রুপের বোর্ড সেক্রেটারি মোঃ শাহ আলম মিয়া, মেঘনা গ্রুপের সিনিয়র ডিজিএম মোঃ আফজাল হোসেন, ইলেকট্রোমার্টের সিনিয়র ডিজিএম গোলাম সারওয়ার, বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ মাহবুবের রহমান চৌধুরী, বিএসইসির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বৈঠকটি ইস্যুয়ার কোম্পানিগুলোর সঙ্গে কার্যকর সংলাপের মাধ্যমে নীতি প্রণয়নে স্বচ্ছতা, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং বাজার উন্নয়নের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করেছে বলে অংশগ্রহণকারীরা মন্তব্য করেন।

আপনি চাইলে আমি এই লেখাটির একটি সংক্ষিপ্ত সংস্করণ, প্রেস রিলিজ স্টাইল, বা শিরোনাম–সাবশিরোনামসহ অন্য কোনো ফরম্যাট তৈরি করে দিতে পারি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.