দুই বছরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ হাজার নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত দুই বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৩ হাজার নারী ও কন্যাশিশু।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে দেওয়া এ বিবৃতিতে এমনই দাবি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও পরিকল্পিত অত্যাচারের অভিযোগ তোলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৫০০ নারী এবং ২০ হাজার কন্যা শিশুকে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল।

বিশেষভাবে নারী ও শিশুদের ওপর পরিচালিত এই অপরাধকে ইসরায়েলের নৃশংস অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে জাতিগত নিধন, অতিরিক্ত বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, নির্বিচার আটক, শারীরিক নির্যাতন, যৌন সহিংসতা, ঘরবাড়ি ধ্বংস, জমি দখল, দখলদারদের সন্ত্রাস, অনাহার ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ চালাচ্ছে।

এছাড়াও মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে যে, ইসরায়েল আধুনিক নজরদারি প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফিলিস্তিনি জনগণ বিশেষত নারীদের লক্ষ্য করে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে। এই ধরনের প্রযুক্তি এবং সাইবার গুপ্তচরবৃত্তি ব্যবহারের মাধ্যমে, ফিলিস্তিনি জনগণের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক আক্রমণ চালানো হচ্ছে, যা তাদের জীবনযাত্রার সমস্ত ক্ষেত্রকে প্রভাবিত করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.