২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আড়াই মাস আগে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচি অনুযায়ী আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০ দলের বিশ্বকাপের। গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনাল পেরিয়ে ৮ মার্চ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। প্রথম সেমিফাইনাল কলকাতায় ও দ্বিতীয়টি হবে কলম্বোতে।
বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল:
গ্রুপ ‘এ’- ভারত,পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’- অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’- বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’- সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.