আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু–সহ নিহত ১০ জন

আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৯ শিশু এবং এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে আফগান তালেবান প্রশাসন। মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার খবর জানান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মুজাহিদ এক্স–এ প্রকাশিত বিবৃতিতে বলেন, সোমবার রাত ১২টার দিকে খোস্ত প্রদেশের গুরবুজ জেলার বাসিন্দা উইলায়াত খানের বাড়িতে পাকিস্তানি বাহিনী বোমাবর্ষণ করে। এতে ৫ ছেলে, ৪ নারী শিশু ও একজন নারী নিহত হন, এবং বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পোস্টটিতে নিহতদের ছবি সংযুক্ত করা হয়েছে।

তালেবান মুখপাত্র আরও দাবি করেন, পাকিস্তান খুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়েছে, যেখানে চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

এই হামলার এক দিন আগেই পাকিস্তানের পেশোয়ারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় তিনজন আধাসামরিক সদস্য নিহত হয়েছিলেন। এর আগে গত অক্টোবরে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হয়।

অক্টোবরে দোহায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, তুরস্কে অনুষ্ঠিত শান্তি বৈঠক দীর্ঘমেয়াদি চুক্তি ছাড়াই ভেঙে যায়। পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তনের ভেতরে সক্রিয় থাকায় দুই পক্ষের মধ্যে মতপার্থক্যই ছিল আলোচনার মূল বাধা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.