সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৩৬ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ নভেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেনের পরিমান। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৫৭ পয়েন্ট কমেছ। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯ টি কোম্পানির, বিপরীতে ২২৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.