নিউইয়র্কের নব নির্বাচিত মেয়র মামদানির অভিষেক কমিটিতে ৯ বাংলাদেশি

আগামী ১ জানুয়ারি শপথগ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নব নির্বাচিত এবং প্রথম মুসলিম মেয়র জোহরান মামদান ।

এ উপলক্ষে গঠিত অভিষেক কমিটিতে ৯ জন বাংলাদেশি স্থান পেয়েছেন।

গত ৪ নভেম্বর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন ৩৪ বছর বয়সী মামদানি। ইতিহাসে গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র সিটির দায়িত্ব গ্রহণ করবেন।

অভিষেক কমিটিতে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন- নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিরা আক্তার, আরমান চৌধুরী সিপিএ , শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক।

৪০০ জনের তালিকা ধরে বাংলাদেশি ও দক্ষিণ এশীয়দের নাম চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এরমধ্যে ৯ জন বাংলাদেশি, ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়কে চিহ্নিত করা গেছে। ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি, ৪ জন ইন্ডো—কারিবিয়ান ছাড়াও ইমরান পাশা নামের একজন রয়েছেন।

উল্লেখ্য, এবারের মেয়র নির্বাচনে নিউইয়র্কে বসবাসরাত শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান মামদানিকে ভোট দিয়েছেন এবং তার জন্য কাজ করেছেন। এর কৃতজ্ঞতাস্বরূপ ৯ জন বাংলাদেশিকে তার অভিষেক টিমে স্থান দিয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.