সিটি ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে বাংলাদেশে উদ্বোধন করেছে এক্সক্লুসিভ সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড, যা দেশের প্রিমিয়াম ব্যাংকিংয়ে নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। উচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডে রয়েছে অসাধারণ জীবনযাত্রা-সংক্রান্ত সুবিধা, ব্যক্তিগতভাবে উপযোগী সেবা এবং বিশ্বব্যাপী অতুলনীয় প্রবেশাধিকারের সুযোগ।
সোমবার (২৪ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও জনাব মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ইনফরমেশন অফিসার জনাব কাজী আজিজুর রহমান, মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জনাব গৌতম আগারওয়াল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কার্ডধারীরা পাবেন ১০ হাজার টাকা মূল্যের স্বাগত উপহার ভাউচার, সিটি ক্যাপিটাল থেকে বিনিয়োগ-পরামর্শ সেবা, শেরাটন ঢাকা, দি ওয়েস্টিন ঢাকা, লে মেরিডিয়ানসহ দেশের বিভিন্ন পাঁচতারকা হোটেলে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ বুফে সুবিধা। এছাড়া লাউঞ্জকি-এর মাধ্যমে বিদেশি বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ এবং সিটি ব্যাংকের সকল লাউঞ্জে সীমাহীন প্রবেশাধিকার পাবেন।
কার্ডধারীরা মাস্টারকার্ডের আন্তর্জাতিক সুবিধাসমূহও উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে গলফ গ্রিন-ফি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক রাতের বিনামূল্যের আবাসন এবং বিশেষ খাদ্যাভিজ্ঞতা। এছাড়া তিন মাস মেয়াদি স্যান্ডস লাইফস্টাইল এলিট সদস্যপদ, ফ্লেক্সিরোম-এর মাধ্যমে বৈশ্বিক ডেটা রোমিং সুবিধা, ব্রিলিয়ান্ট বাই ল্যাঙ্গহাম রুবি সদস্যপদ এবং টিপিসি® গলফ গেইন সুবিধা।
অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক মাস্টারকার্ড পরিচারক-সহায়তা, ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় এবং ভূমিভিত্তিক পরিবহনে ৫০০ মার্কিন ডলার পর্যন্ত ক্রেডিট সুবিধা।
এছাড়া দেশের পাঁচ হাজারেরও বেশি অংশীদার বিক্রয়কেন্দ্রে ০ শতাংশ কিস্তি সুবিধা এবং নির্বাচিত বিভিন্ন রেস্তোরাঁ, পোশাকের দোকান ও জীবনযাপন-সংক্রান্ত ব্র্যান্ডে বিশেষ ছাড় থাকবে।
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও জনাব মো. মাহবুবুর রহমান বলেন, “এই উদ্বোধন বাংলাদেশের উচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সিটি ব্যাংক মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড আমাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের আর্থিক সেবা ও অভিজ্ঞতা প্রদানের এক উজ্জ্বল প্রমাণ।”
মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জনাব গৌতম আগারওয়াল বলেন, “বাংলাদেশে এমন এক শ্রেণির মানুষ তৈরি হচ্ছে যারা বিশ্বমানের সেবা প্রত্যাশা করেন এবং একই সঙ্গে স্থানীয় প্রেক্ষাপটকেও গুরুত্ব দেন। এটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের পরিবর্তিত প্রত্যাশার প্রতিফলন। মাস্টারকার্ডে আমরা শুধু লেনদেনের বাইরে গিয়ে উন্নত অভিজ্ঞতা, সহজ প্রবেশাধিকার, সুবিধা এবং জীবনযাত্রা-সংক্রান্ত বৈশিষ্ট্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সিটি ব্যাংকের সঙ্গে আমাদের এই সহযোগিতা বাংলাদেশে উন্নতমানের ব্যাংকিং সেবার ভবিষ্যৎ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.