কম্বলের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রাম শহরের কদমতলী এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কম্বলের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর কোতয়ালি থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকার চেয়ারম্যান বিল্ডিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.