তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বহনকারী ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।
বিমানবন্দরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এসময় বাণিজ্যবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী শেরিং তোবগেকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়।
সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়—একটি স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ বৃদ্ধির বিষয়ে।
সফরের সময় তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অন্যতম। এ ছাড়া তিনি উপদেষ্টামণ্ডলীর সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.