ফাইনালে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। রিপন মণ্ডলের করা ইনিংসের প্রথম বলেই দ্রুততার সঙ্গে সিঙ্গেল নিতে গিয়ে আব্দুল গাফফার সাকলাইনের সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন ইয়াসির খান।

দ্বিতীয় ওভারে মোহাম্মদ ফাইকের উইকেট নিয়েছেন মেহেরব। ডানহাতি স্পিনারের কুইকার ডেলিভারিতে বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হয়েছেন ফাইক। পরবর্তীতে জুটি গড়ার চেষ্টা করেছিলেন হাজী ঘুরি। যদিও সেটা বড় হতে দেননি রাকিবুল হাসান।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ৯ বলে ৯ রান করা গাজীকে বোল্ড করেছেন তিনি। বাকিদের আসা-যাওয়ার মিছিলে অন্যপ্রান্তে বাংলাদেশকে ভয় ধরানোর চেষ্টায় ছিলেন সাদাকাত। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়ানো বাঁহাতি ওপেনারকে অবশ্য ইনিংস বড় করতে দেননি জিসান। ডানহাতি অফ স্পিনারের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে ইন সাইড এজে বোল্ড হয়েছেন তিনি। সাদাকাত আউট হয়েছেন ১৮ বলে ২৩ রান করে। আরাফাতকেও দ্রুতই ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের।

সাকলাইনের বলে ডাউন দ্য উইকেটে এসে মিড অফে ক্যাচ দিলেও সেটা লুফে নিতে পারেননি জিসান। তবে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আরফাতকে ফিরিয়েছেন সাকলাইন। ডানহাতি পেসারের নিচু হওয়া স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়েছেন ২৫ রান করা আরাফাত। একটু পর ইরফানকে আউট করেন রাকিবুল। শেষের দিকে মাসুদের ২৬ বলে ৩৮ রানের ইনিংসে ১২৫ রানের পুঁজি পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে রিপন তিনটি ও রাকিবুল দুইটি উইকেট নিয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.