বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ১৭তম বার্ষিক সাধারণ সভা রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় ঘটিকায় সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও কোম্পানির চেয়ারম্যান আব্দুন নাসের খান এর সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিধিবদ্ধ অপরাপর বিষয়ের পাশাপাশি ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মোঃ জানে আলম, অতিরিক্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; বিদ্যুৎ চন্দ্র আইচ, যুগ্মসচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ড. মো. মোস্তফা আকবর, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট; সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, যুগ্মসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; কর্নেল এ কে এম আব্দুর রহমান ফেরদৌস, পিএসসি; মো. মনিরুজ্জামান, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; নাসরিন ফাতেমা আউয়াল, সাবেক পরিচালক, এফবিসিসিআই ও স্বতন্ত্র পরিচালক, বিএসসিপিএলসি; এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি।
বর্ণিত বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি–এর কোম্পানি সচিব কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি (হার্ড কপি ও সফট কপি) এবং বার্ষিক সাধারণ সভার স্থির চিত্র সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে বর্ণিত প্রেস বিজ্ঞপ্তিটি আগামী সংখ্যায় সংশ্লিষ্ট জাতীয় গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক) প্রকাশের জন্য অনুরোধ জানানো হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.