ইস্টার্ন ব্যাংক (ইবিএল), স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং (প্রা.) লিমিটেড (এসএসসিএল)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে ইবিএল এসএসসিএল-এর অন্যতম সাপ্লাই চেইন ফাইন্যান্স সমাধান “অপ্টিফিন” বাস্তবায়ন করবে।
রবিবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং বিভাগ প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী এবং এসএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুশফিকুর রহমান ২৩ নভেম্বর ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করেন।
রিয়াদ মাহমুদ চৌধুরী এই অংশীদারিত্বের রূপান্তরমূলক সম্ভাবনার ওপর জোর দিয়ে বলেন, এসএসসিএল-এর প্রযুক্তি ইবিএলের সাপ্লাই চেইন ফাইন্যান্স সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।
মুশফিকুর রহমান স্পেকট্রামের স্থানীয়ভাবে তৈরি ফিনটেক সমাধানগুলো বেছে নেওয়ার জন্য ইবিএলকে ধন্যবাদ জানান। এসব সমাধানের মধ্যে রয়েছে ট্রেড ফাইন্যান্স অটোমেশন, ইউনিফায়েড ডেটা সেন্টার মনিটরিং (এনএমএস), এবং এআই-চালিত সেন্ট্রাল ব্যাংক রিপোর্টিং টুলস। তিনি জানান যে এসব সমাধান বাংলাদেশি প্রতিভাদের দ্বারা ডিজাইনকৃত ও নির্মিত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাইনুল হাসান ফয়সাল, জায়েদ বিন হাসান এবং সঞ্জিত দত্ত। এসএসসিএলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. ফয়জুল বারী, ফারহানুর রহমান, মো. রোকনুজ্জামান এবং মনজুর আহমেদ।
ইবিএল স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং (এসএসসিএল)-এর সাপ্লাই চেইন ফাইন্যান্স সমাধান “অপ্টিফিন” বাস্তবায়ন করবে। ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং বিভাগ প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী এবং এসএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুশফিকুর রহমান ২৩ নভেম্বর ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.