সারা দেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এবং ঢাকা মেডিক্যাল কলেজ ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এবং ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
কলেজের পক্ষ থেকে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ডা. মাজহারুল শাহিন বলেন, দেশজুড়ে ভূমিকম্প নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনও হলে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত জানানো হবে।
মো. কামরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পরীক্ষা যেহেতু বন্ধ, তাই পাঁচ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। সবাই একটু প্যানিকড, বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটালে ভালো লাগবে।
শুক্রবার (২১ নভেম্বর) সারা দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত হয়েছেন কয়েকশ’মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এর পর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে একটি ভূ-কম্পন হয়; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর বাড্ডা। পরে আবহাওয়া অধিদফতর জানায়, প্রায় একই সময়ে এক সেকেন্ডের ব্যবধানে আরও একটি কম্পন হয়েছে; যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.