দর পতনের শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ৯৫ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্ট মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা রতনপুর স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো– আনলিমা ইয়ার্ন, হা-ওয়েল টেক্সটাইলস, মাইডাস ফাইন্যান্স, এরামিট সিমেন্ট, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.