এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমানসহ সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকাতুল আলম ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব আরোপ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, এ ব্যাংকে গ্রাহকদের আমানত এখন সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত এবং খুব শীঘ্রই স্বাভাবিক লেনদেন শুরু হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.