ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি বীমা সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। জীবন বীমা এবং সাধারণ বীমা উভয় ক্ষেত্রেই গ্রাহকরা ইউসিবির যেকোনো শাখা থেকে এই সুবিধা নিতে পারবেন।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকাসুরেন্স পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মাহবুবুর রহমান, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সেলিম, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ইউসিবি, জীবন বীমা ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এক প্ল্যাটফর্মে কাজ শুরু করায় দেশের বীমা সেবায় নতুন দরজা খুলেছে। এখন গ্রাহকরা আগের তুলনায় আরও সুবিধাজনকভাবে বীমা সেবা নিতে পারবেন।
অতিরিক্ত সচিব ও জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুহিবুজ্জামান বলেন, ইউসিবি ব্যাংকাসুরেন্স চালুর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে—এটা সত্যিই প্রশংসার যোগ্য। দেশের মানুষ এখন বেশি রোজগার করছে, ফলে ব্যাংকিংয়ের পাশাপাশি বীমা নেওয়ার প্রয়োজনিও বেড়েছে। ব্যাংক ও বীমা কোম্পানি একসাথে কাজ করায় গ্রাহকরা এখন আরও সহজে বীমা সুবিধা পাবেন। এতে মানুষের আস্থা বাড়বে এবং অনেক পরিবার আর্থিক সুরক্ষা পাবে বলেও তিনি আশা করেন।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এই বীমা সেবাগুলো মানুষকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সাহায্য করবে, পরিবারকে দেবে আর্থিক নিরাপত্তা। সন্তানের পড়াশোনা বা ভ্রমণের খরচ নিশ্চিন্ত করবে। এখন থেকে ইউসিবির যেকোনো শাখায় গিয়ে গ্রাহকরা জীবন বীমা ও সাধারণ বীমা—দুটো সেবাই নিতে পারবেন।
অনুষ্ঠানে দুজন নির্বাচিত গ্রাহকের হাতে প্রতীকীভাবে প্রথম প্রিমিয়াম রিসিপ্ট (FPR) তুলে দেওয়ার মাধ্যমে বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
অর্থসুচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.