এমটিবি ও উপায় চালু করল ডিজিটাল ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট সেবা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও উপায় যৌথভাবে চালু করেছে এমটিবি ইসলামিক ডিপিএস, যা সম্পূর্ণ ডিজিটাল ও শরিয়াহসম্মত একটি সেবা। এর মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের শাখায় না গিয়েই, উপায় অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এমটিবি ইসলামিক ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই যৌথ প্রয়াসের মাধ্যমে এমটিবি তার ইসলামিক ব্যাংকিং সেবা উপায়-এর উন্নত প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করেছে, যাতে গ্রাহকরা আরও সহজ, নিরাপদ ও শরিয়াহসম্মত ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। সঞ্চয়ের লক্ষ্যে পৌঁছাতে এটি একটি দ্রুত, স্বচ্ছ ও আধুনিক মাধ্যম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব সৈয়দ মাহবুবুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি; চেয়ারম্যান জনাব মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাফকাত হোসেন, এমটিবি; সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, পরিচালনা পর্ষদ, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার (সিওও), ইউসিবি; চিফ ডিজিটাল অফিসার জনাব খালিদ হোসেন, এমটিবি; হেড অব ইসলামিক ব্যাংকিং জনাব মোঃ আরিফ বিন ইদ্রিশ, এমটিবি; হেড অব কর্পোরেট সেলস জনাব সাজ্জাদ আলম, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শরিয়াহসম্মত ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করে তুলবে। উপায়-এর সাথে এই অংশীদারিত্বে এখন গ্রাহকেরা ব্যাংকে না গিয়েই মুহূর্তের মধ্যেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই সেবা নিতে পারবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.