বায়ুদূষণের তালিকায় আজ পঞ্চম রাজধানী ঢাকা

আবারও বায়ুদূষণের ভয়াবহতার তালিকার শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজও শহরটির বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। আজ দূষণের তালিকার শহরটি রয়েছে পঞ্চম স্থানে। ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ শহরের স্কোর দাঁড়িয়েছে ১৯৪।

এদিকে, একই সময়ে ৫০২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ২৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। ২৩৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, চতুর্থ অবস্থানে থাকা ভারতের আরেক শহর কলকাতার স্কোর ১৮৮ ও পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা শহর, যার স্কোর ১৭৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.