বাংলাদেশে ক্যাস্ট্রোল লুব্রিক্যান্ট বিতরণে নতুন অংশীদারিত্ব, ইএলবি ও রক এনার্জির চুক্তি

বাংলাদেশে ক্যাস্ট্রোল লুব্রিক্যান্টের বাজার সম্প্রসারণে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবি পিএলসি) এবং রক এনার্জি লিমিটেড কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। ঢাকার দ্য ওয়েস্টিনে আয়োজিত “এ নিউ চ্যাপ্টার অফ কোলাবরেশন” অনুষ্ঠানে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, যা সরকারি প্রতিষ্ঠানগুলোতে আসল ও উচ্চমানের ক্যাস্ট্রোল লুব্রিক্যান্ট সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’র (বিপিসি) চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান।

তিনি বলেন, এই অংশীদারিত্ব সরকারি লুব্রিক্যান্ট বিতরণ ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা এবং সেবার মান উন্নত করবে।

ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম প্রতিষ্ঠানটির দীর্ঘ ঐতিহ্য তুলে ধরে সারাদেশব্যাপী উন্নতমানের লুব্রিক্যান্ট বাজারজাতকরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজীম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ হোসেন অনুষ্ঠানকালে তাদের যৌথ লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদ্মা অয়েল পিএলসি,যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এল–পি গ্যাস লিমিটেড এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড’র শীর্ষ কর্মকর্তারা। তারা ELB PLC–এর ধারাবাহিক প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, রক এনার্জির সঙ্গে এ অংশীদারিত্ব সরকারি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য লুব্রিক্যান্ট বিপণন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও শক্তিশালী করবে।

ইএলবি পিএলসি এবং রক এনার্জির কৌশলগত অংশীদারিত্ব ELB PLC–এর শিল্প–ঐতিহ্যকে রক এনার্জির গতিশীল বাজার সক্ষমতার সঙ্গে একত্রিত করে সরকারিভাবে সর্বোত্তম মানের লুব্রিক্যান্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে। CASTROL (ক্যাস্ট্রোল)–এর বিশ্বব্যাপী সুনামের ভিত্তিতে এ অংশীদারিত্ব মূল্যসংযোজন, উন্নত সেবা নিশ্চয়তা এবং শিল্পে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থসুচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.