প্রবল বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার দুটি অঞ্চলে হওয়া পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
সোমবার (১৭ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটির মধ্য জাভা প্রদেশের দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে এক ডজনের মতো বাড়ি ভূমিধসে চাপা পড়ে।
লোকজন তিন থেকে আট মিটার (১০ থেকে ২৫ ফুট) মাটির নিচে চাপা পড়ায় তাদের বের করে আনতে উদ্ধারকারীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
চিলাচাপের এই ভূমিধসে অন্তত ১৬ জন মারা গেছেন এবং ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ দপ্তরের প্রধান এম আবদুল্লাহ।
সোমবার প্রকাশিত স্থানীয় একটি গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, চিলাচাপে মাটি সরাতে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। তবে গভীরতা বাড়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছিল।
এদিকে, শনিবার মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে পৃথক আরেকটি ভূমিধসে দুজন মারা গেছেন। ওই ঘটনায় ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে সোমবার জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এতে প্রায় ৩০টি বাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের বর্ষা মৌসুম সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং তা এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময়ে প্রবল বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি থাকে খুব বেশি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.