পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে হাসিনার মৃত্যুদণ্ডের রায়: শুভেন্দু অধিকারী

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে হাসিনার মৃত্যুদণ্ডের রায়। এটি কার্যকর হবে না।’

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশ থেকে ভারত গিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া হিন্দুত্ববাদী শুভেন্দু এসব কথা বলেন।

শুভেন্দু আরও বলেন, শেখ হাসিনা প্রগতিশীল। শেখ হাসিনা উগ্রবাদীদের সঙ্গে ছিলেন না।

এদিকে স্বৈরাচার হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে তার আশ্রয়দাতা ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্বাসনে থাকা হাসিনার রায় নজরে নিয়েছে ভারত।

তবে ভারত হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে সেটি স্পষ্ট করেননি রণধীর। তিনি শুধু জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তারা কাজ করতে প্রস্তুত আছেন।

রণধীর বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বদা এই লক্ষ্যে সব অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব।

সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার এই সাজা ঘোষণা করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.