নির্বাচনে প্রবাসী ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিতে ‘পোস্টালভোটবিডি’ নামের অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় অ্যাপটি উদ্বোধন করা হবে।
অ্যাপটির মাধ্যমে এনআইডি ব্যবহার করে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য তালিকায় নাম উঠানো যাবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টালভোটবিডি’ নামক মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা যায়, আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে ও বিদেশে ‘পোস্টালভোটবিডি’ অ্যাপের প্রচারণা চালাতে হবে। ১৬ নভেম্বরের মধ্যে অ্যাপটির যাচাই-বাছাই ও টেস্ট সম্পন্ন করে স্থিতিশীল সংস্করণ (স্টেবল রিলিজ) প্রকাশ করা হবে।
এছাড়া ১৬ নভেম্বর থেকে নির্বাচন কমিশনে নিবন্ধন কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হবে। নিরাপত্তাসহ পোস্টাল ব্যালটের পার্সোনালাইজেশন কার্যক্রম শুরু হবে ২৩ নভেম্বর থেকে। বিদেশে পোস্টাল ব্যালট প্রেরণ করা হবে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিদেশ থেকে পোস্টাল ব্যালট বাংলাদেশে ফেরত আসা শুরু হতে পারে আনুমানিক আগামী বছরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।
চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। সেই মতো সব প্রস্তুতি সম্পন্ন করছে সরকারি সংস্থাটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.