ন্যাশনাল হাউজিং ও অ্যাসিউর গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি

বেসরকারি খাতের স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ও ডেভেলপার কোম্পানি অ্যাসিউর গ্রুপের মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স – এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন শীতল চন্দ্র সাহা, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস মাহবুবুর রশীদ আল-আমিন ও অ্যাসিউর গ্রুপ এর চেয়ারম্যান মোঃ শেখ সাদী, চীফ এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার জিনাতুল কবির, হড অব মার্কেটিং অ্যান্ড সেলস্ আশীষ কুমার সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

এই চুক্তির আওতায় অ্যাসিউর গ্রুপের ফ্ল্যাট ক্রেতাগণ স্বল্পতম সময়ে সহজ শর্তে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি থেকে হোম লোন সুবিধা পাবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.