এ রায় যুগান্তকারী, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: অ্যাটর্নি জেনারেল

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরদ্ধে রায়কে যুগান্তকারী রায় হিসেবে আখ্যায়িত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এই রায়ে শহীদরা ন্যায়বিচার পেয়েছেন, রাষ্ট্রেও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ বিষয়ে আমরাও সন্তুষ্ট।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায়ে শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.