আজ বিকাল ৪টায় সবাইকে শোকরানা সিজদায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা ১২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে শরিফ ওসমান হাদি লিখেছেন, ‘বিকাল ৪টায় জাদুঘরের সামনে শোকরানা সিজদায় যোগ দিন।’
আজ দুপুর ২টা ৫০ মিনিটে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দঁড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকেও ফাঁসির দঁড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.