হাসিনার রায় ঘিরে সচিবালয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে ঘিরে সচিবালয়ের আশেপাশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই যথারীতি নিজ নিজ দফতরে আসতে শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টায় নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ দফতরে পৌঁছান।

এদিকে সচিবালয়ের অভ্যন্তরে আজ দর্শনার্থীদের আগমন অনেকটাই নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানা গেছে। সেখানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছেন, যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে।

রাজধানীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরমধ্যে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর বাইরেও যেকোনো নাশকতা এবং অপরাধ মোকাবিলায় নাগরিকদেরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.