রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়।
কলাবাগান থানার ওসি মনিরুজ্জামান খান হবে বলেন, ‘রাত ৯টার দিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.