‘সোলার রুফটপ সিস্টেম’ প্ৰকল্প বাস্তবায়ন এবং প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জার্মান কোম্পানি রাক সোলারের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশের কোম্পানি সাফারি ট্রেড ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার এ চুক্তির সইয়ের ফলে দুই কোম্পানির মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতার পথ খুলেছে বলে সাফারি ট্রেড ইন্টারন্যাশনালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। চুক্তির আওতায় স্থানীয় কর্মী প্রশিক্ষণ, স্থানীয়ভাবে সোলার উপকরণ সংযোজন ও উৎপাদন এবং স্মার্ট এনার্জি সমাধান চালু করা হবে।
সাফারি ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক রিমন বলেন, “এ অংশীদারিত্ব জার্মান প্রযুক্তি ও আমাদের স্থানীয় দক্ষতার সঙ্গে সমন্বয় করবে। এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টি করবে।”
রাক সোলারের ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন রাক বলেন, “আমরা বাংলাদেশের বাজারে আমাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে গর্বিত। আমরা বিশ্বাস করি এই সহযোগিতা বাংলাদেশের টেকসই জ্বালানি ভবিষ্যৎ ও সরকারের নবায়নযোগ্য জ্বালানি খাতের লক্ষ্য পুরণে সহায়ক হবে।”
এই সমঝোতা স্মারকের মাধ্যমে আধুনিক জার্মান প্রযুক্তি ও বাংলাদেশের স্থানীয় দক্ষতার সমন্বয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন, সরকারি ও বেসরকারি উচ্চ ভবন সহ ও অন্যান্য বৃহৎ অবকাঠামোতে সোলার এনার্জি ব্যবহার বাড়ানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.