জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

 

শুক্রবার (১৪ নভেম্বর) ফেসবুক মাসেঞ্জারে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

 

রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ণ ট্রেড সেন্টারে দ্বিতীয়তলায় আজ শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় যুব শক্তির কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলন উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.