আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির ২৫তম এজিএম অনুষ্ঠিত

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার (১২ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে (গ্রিন সিটি এজ, ৮ম তলা, ৮৯, কাকরাইল, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রতিষ্ঠানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন মোঃ নূরুল হুদা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি ও চেয়ারম্যান, পরিচালনা বোর্ড, আইএসটিসিএল। সভায় কোম্পানির সকল শেয়ারহোল্ডার এবং পরিচালনা বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

হোল্ডিং কোম্পানি আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং আইএসটিসিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক মোঃ মফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীসমূহ অনুমোদিত হয়। আলোচ্য ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির নীট মুনাফার পরিমাণ ৪০.০০ (চল্লিশ) লক্ষ টাকা এবং ১০০.০০ টাকা অভিহিত মূল্যের ভিত্তিতে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১.০০ (এক) টাকা।

২৫তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ হারে হারে নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.