রাজধানীতে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রাজধানীর মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেস থেকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান এ তথ্য জানান। মামুন পটুয়াখালীর দুমকি উপজেলার আলগী গ্রামের আবদুল খালেক শিকদারের ছেলে।

জানা গেছে, মধ্য বাড্ডা উসমানের বাড়ির বিকাশের মেসে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পোনে ৩টার দিকে ওই ঘটনা ঘটে। ওই মেসের একটি কক্ষে প্রতিদিন রাতে মাদক (ইয়াবা) বিক্রি ও সারা রাত সেখানে মাদক সেবন করা হতো। রাতে মাদক বিক্রেতা আবুল, লিটন, সোহাগ, রিপনসহ সাত-আট জন ছিল ওই রুমে। ঘটনার পর তারা দৌড়ে বের হয়, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা দুজন মোটরসাইকেলে পালিয়ে যায়।

সূত্রটি বলেন, মাদক কারবারি ও মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ সেখানে বসবাসরত লোকজন। মাদক কারবারিদের ভয়ে কেউ কিছু বলতে পারে না। কিছু বলতে গেলে তাদের শিকার হতে হয়।

এদিকে এসআই মো. হাসানুর রহমান জানান, নিহতের গলার নিচে গুলির চিহ্ন পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সকালে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতা মর্গে পাঠানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.