ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) এখন থেকে দুই পর্বে অনুষ্ঠিত হবে। মূল আসরের নাম হবে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)। এই মেলা হবে দেশি উদ্যোক্তা প্রতিষ্ঠানের অংশগ্রহণে। এর বাইরে আরেকটি মেলা হবে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে। এই মেলার নাম দেওয়া হয়েছে গ্লোবাল সোর্সিং এক্সপো। অর্থাৎ, এখন থেকে দেশি প্রতিষ্ঠানগুলোর জন্য জানুয়ারিতে মাসব্যাপী ডিটিএফ ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য আলাদা তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো হবে ডিসেম্বরে।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এ বছর ঢাকায় গ্লোবাল সোর্সিং এক্সপো হবে ১ থেকে ৩ ডিসেম্বর। এ ছাড়া মাসব্যাপী ডিটিএফ শুরু হবে ১ জানুয়ারি থেকে। মেলার দুই আসরই হবে পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। যৌথভাবে মেলা দুটি আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
জানা গেছে, দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা নিয়ে এতদিন হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ওই আয়োজনের লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন। পাশাপাশি স্থানীয় বাজারের সঙ্গে তাদের পরিচিত করানো। কিন্তু বাস্তবে দেখা গেছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিয়েছে। এর ফলে পণ্য ও সেবার মান যাচাই করা সম্ভব হয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.