ইসলামাবাদে আদালত ভবনের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। রাজধানীর জি-১১ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ডন পত্রিকা।

ইসলামাবাদ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করলেও বিস্ফোরণের ধরন এখনো জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া আকাশে উঠছে।

বিস্ফোরণের পর আইনজীবী রুস্তম মালিক এএফপিকে জানান, “আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে ঢোকার সময় গেটের কাছে প্রবল শব্দ শুনি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মানুষ ছুটোছুটি শুরু করে।” তিনি আরও বলেন, “এটি ছিল সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা। আমি গেটের কাছে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেছি এবং কয়েকটি গাড়ি জ্বলছিল।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.