ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া এই বিস্ফোরণে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রবল বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়েছে, লাল কেল্লা এলাকায় গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেসব গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। হতাহতের বিষয়টি লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিশ্চিত করেছে। যেখানে আহতদের চিকিৎসা চলছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আমরা ফোন পাই।
প্রায় ২০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে, যা সাধারণত বছরজুড়েই পর্যটকে ভরপুর থাকে।
বিস্ফোরণের ধরণ এখনো জানা যায়নি। ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য।
লালকেল্লা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং এটি রাজধানীর অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্র।
এক প্রত্যক্ষদর্শী জানান, আমি বাড়ির ছাদে ছিলাম, তখন দেখি বিশাল আগুনের গোলা উঠছে। শব্দটা এত জোরে হয়েছিল যে আশেপাশের ভবনের জানালাগুলো কেঁপে ওঠে।
আরেকজন বলেন, আমি গুরদুয়ারায় ছিলাম, হঠাৎ খুব জোরে শব্দ শুনি। বুঝতেই পারিনি কী ঘটেছে, শব্দটা ছিল ভয়ঙ্কর।
BREAKING: At least 9 dead, several injured after explosion in New Delhi, Indiapic.twitter.com/zTbjo9NUvB
— BNO News (@BNONews) November 10, 2025
Massive BOMB BLAST outside Red Fort in Delhi: Several dead, India on high Alert | SEE VISUALS
Multiple cars blasted at metro station, terrorist attack suspected. pic.twitter.com/n12dpEA5Ou
— The Tatva (@thetatvaindia) November 10, 2025
🚨#BREAKING : As per eye witness talking to Zee Media -“The explosion was so loud, it felt like there was an earthquake.”#Delhi #RedFort #India #Blast #News pic.twitter.com/u2bII9yAMO
— TheWarPolitics (@TheWarPolitics0) November 10, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.