ক্রাউন সিমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল তার দুই সন্তানকে ৪০ লাখ শেয়ার উপহার দিয়েছেন। তার ছেলে সায়হাম সাদিক পিয়াল এবং মেয়ে শোভা সোহাকে প্রত্যেককে ২০ লাখ করে শেয়ার দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এই শেয়ারের বাজারমূল্য বর্তমানে ২০ কোটি ১২ লাখ টাকার বেশি।
উদ্যোক্তা মোহাম্মদ আলমাস শিমুল জানিয়েছেন, এটি দ্বিতীয় প্রজন্মকে ব্যবসার সঙ্গে যুক্ত করার পরিকল্পনার অংশ। ছেলে-মেয়েকে ব্যবসায়িক যোগ্য করে গড়ে তোলার উদ্দেশ্যে তাদের হাতে শেয়ার হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “তাদের ওপর কিছু দায়িত্ব দিয়ে নতুন ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ক্রাউন সিমেন্টের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ৫০ টাকা ৩০ পয়সা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ। পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসি’র বিধান অনুযায়ী, কোনো কোম্পানির পরিচালক হতে হলে ন্যূনতম ২ শতাংশ শেয়ারধারী হতে হবে। বর্তমানে ২ শতাংশের পরিমাণ ২৯ লাখ ৭০ হাজার, কিন্তু ছেলে-মেয়ের হাতে ২০ লাখ করে শেয়ার থাকায় প্রতি জনকে আরও প্রায় ১০ লাখ শেয়ার প্রয়োজন পর্ষদে আসার জন্য।
জানা গেছে, ছেলে সায়হাম সাদিক ইতিমধ্যেই কানাডা থেকে স্নাতক করে বাবার সঙ্গে ব্যবসায় যুক্ত হয়েছেন, আর মেয়ে শোভা সোহা মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। এই পদক্ষেপের মাধ্যমে পরিবারটি পরবর্তী প্রজন্মকে ব্যবসায়ী ও যোগ্য করে তোলার লক্ষ্য রেখেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.