ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ৩৩তম ব্যাচের পুনর্মিলনী-২০২৫ এ ‘হৃদয়ে লোকপ্রশাসন-৩৩, ঢাবি: আমাদের পরিচয় আমাদের গর্ব’ শীর্ষক স্মরণিকার মোড়ক সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে উন্মোচন করা হয়েছে। স্মরণিকায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোবাশের মোনেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দা লাসনা কবীরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
স্মরণিকার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মনোয়ারা পারভীন রত্মা এবং নাছির উদ্দিন ছিদ্দিকী। সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আসাদুল্লাহিল গালিব। সম্পাদনা পর্ষদে ছিলেন ড. কৃষ্ণ কুমার সাহা, মোঃ মাহবুবুর রহমান, ড. মুহাম্মদ আশিকুর রহমান এবং জেনী তেরেজা গোনছালবেছ। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মোঃ জাহিদুল ইসলাম।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থীরা; যারা বর্তমানে দেশের সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.