প্রাথমিক অনুমোদন পেলো ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

পাঁচটি আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত হতে যাওয়া দেশের বৃহত্তম শরিয়াভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক “সম্মিলিত ইসলামী ব্যাংক” প্রাথমিক অনুমোদন পেয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড এ অনুমোদন দিয়েছে। নতুন ব্যাংকের জন্য ২০ হাজার কোটি টাকার মূলধন নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে গত বুধবার অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকের প্রাথমিক লাইসেন্সের আবেদন পাঠিয়েছে। আজকের বোর্ড সভায় নতুন রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাংক গভর্নর ড. আহসান এইচ. মনসুর দুপুরে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন।

নতুন ব্যাংকের সাত সদস্যের বোর্ডের চেয়ারপারসন হিসেবে থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- মো. খাইরুজ্জামান মোজুমদার- অর্থ মন্ত্রণালয় সচিব, এম. সাইফুল্লাহ পানা- প্রধান উপদেষ্টার অফিসের সচিব, মো. কামাল উদ্দিন, ধর্ম মন্ত্রণালয় সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিব মো. রাশেদুল আমিন, অর্থ মন্ত্রণালয় যুগ্ম সচিব শেখ ফারিদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যুগ্ম সচিব।

শরিয়াহভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংককে একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে সাময়িকভাবে একজন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পর্ষদ ভেঙে দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক পাঁচটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে বিষয়টি তাদের জানিয়ে দেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.