আমদানি বিল পরিশোধ, কমেছে রিজার্ভ

আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ) এর মাধ্যমে ১ দশমিক ৬১ বিলিয়ন ডলার মূল্যের আমদানি বিল পরিশোধের কারণে রিজার্ভে এ হ্রাস দেখা গেছে।

রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুসারে এ তথ্য জানা গেছে।

তেহরানভিত্তিক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে আর্থিক লেনদেন হয়ে থাকে। এর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পরপর আমদানি বিল পরিশোধ করে। এতে রিজার্ভে অস্থায়ী হ্রাস দেখা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দায় শোধের আগে গত বুধবার (৫ নভেম্বর) গ্রস রিজার্ভ ছিল ৩২.৭১ বিলিয়ন ডলার, ওইদিন বিপিএম৬ অনুযায়ী ২৮ বিলিয়ন ডলার ছিল।

সরকারের কঠোর পদক্ষেপ ও বৈধ রেমিট্যান্স ব্যবস্থার কারণে বিদেশ থেকে প্রবাহিত রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে। চলতি অর্থবছরের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১,০৯০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। এর আগে গত অর্থবছরে প্রবাসী আয় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এসব কারণে গত বছরের আগস্টের পর থেকে ডলারের বিনিময় হার ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.