বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো সাইন ল্যাংগুয়েজ কল সেবা চালুর স্বীকৃতিস্বরূপ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ব্যাংক’ পুরস্কার অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
রবিবার (০৯ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ ফিনটেক সামিট–এর সমাপনী অনুষ্ঠানে আয়োজিত তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৫–এ প্রাইম ব্যাংককে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ১২টি শ্রেণিতে ২৬টি উদ্ভাবনী উদ্যোগকে ফিনটেক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।
পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রাইম ব্যাংক পিএলসি–এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, প্রাইম ব্যাংক ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন পুরস্কার গ্রহণ করেন।
প্রাইম ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করা সম্ভব হয়েছে, যা দেশে ফিনটেক খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.