অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাফেরার প্রতীক হিসেবে সাদা ছড়ির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)–এর সঙ্গে যৌথভাবে ‘বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৫’ পালন করেছে।
রবিবার (০৯ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এ বছরের প্রতিপাদ্য ছিল “সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”, যার মাধ্যমে সমাজে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা, মর্যাদা ও অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে।
আয়োজনটির উল্লেখযোগ্য অংশ ছিল এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি, ব্রেইল কিট ও সহায়ক ডিভাইস বিতরণ।
পরবর্তীতে দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, প্রবেশাধিকার বৃদ্ধি এবং জীবনের প্রতিবন্ধকতা দূরীকরণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী, সহযোগী গোলাম রাব্বানী এবং সিএসআইডি–এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.