সংঘর্ষ এড়াতে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মৌখিক ‘শান্তি চুক্তি’ করেছেন । চুক্তির সময় দুই কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন।
রোববার দুপুরে ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এই চুক্তি হয়।
এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.